গ্রামবাসী জনসাধারণের উন্নয়নে সদায় পাশে থাকবেন আর দুর্নীতি প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ বললেন জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া।রংপুরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এভাবে প্রতিক্রিয়া দেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। এদিন রংপুর রামচন্ডি জিপি সভাপতি প্রান্তদীপ নাথ মজুমদারকে ও সংবর্ধনা জ্ঞাপন করেন গ্রামবাসী জনসাধারণ। আর গ্রামের উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন তিনি