আগামী কুড়ি তারিখ ১০০ টি জায়গাতে রেল অবরোধ করার ডাক দিয়েছে আদিবাসী কুড়মী সমাজ সংগঠন । তাই সেই কর্মসূচিকে লক্ষ্য রেখে আজ বিকালে সংগঠনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা করা হলো ঝালদা ২ নম্বর ব্লকের চাতমবাড়ী এলাকায় । সেখানে সংগঠনের রাজ্য সহ-সভাপতি ও যুব সংগঠনের জেলা সভাপতি, ব্লক নেতৃত্ব সহ অন্যান্যরা ছিলেন ।