আবারও বর্জ্র পাতের জেরে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে খবর তারাপদ বাউরি নামে ওই যুবক বয়স আনুমানিক 42 বছর।বাড়ি গাঙ্গজলঘটি থানার গোপীনাথপুর গ্রামে। তিনি অন্যান্য দিনের মত আজও মাঠে গরু ও ছাগল চড়াতে গিয়েছিলেন। বৃষ্টিপাত পরিমাণ কম হলেও ব্রজ্র পাতের হার খুব বেশি ছিল। তারাপদ বাউরি একটি গাছের তলায় আশ্রয় নেন। হঠাৎ ব্রজ্রাপাত জেরে আহত হয়ে লুটিয়ে পড়ে, গ্রামবাসী তাকে দেখতে পাই স্থানীয় হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন