৩১ নম্বর জাতীয় সড়কের পারোকাটা এলাকায় একটি ছোট বিলাসবহুল গাড়ির সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে। দুটি গাড়িকেই পুলিশ আটক করেছে এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ি র ওসি শনিবার বিকেল পাঁচটা নাগাদ।পুলিশ সূত্রে জানা গেছে পারোকাটা এলাকায় পণ্যবাহী গাড়িতে গিয়ে ধাক্কা মারে বিলাসবহুল ছোট গাড়িটি। এর ফলে ছোট গাড়ির সামনের অংশ দুমড়ে মুচকে যায়। ছোট গাড়ির চালক সামান্য আহত হয়েছেন।পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে এবং একটি দুর্ঘটনার মামলা শুরু করেছে।