পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ ব্লকের হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয় আজ গোটা রাজ্যের গর্ব। সরকার পোষিত এই বিদ্যালয়ে রয়েছে ছাত্রছাত্রীদের জন্য অভিনব সব উদ্যোগ। এই স্কুলের ছাত্রছাত্রীরাই নিজের হাতে তৈরি করে ‘শিখন-শিক্ষণ উপকরণ’ (TLM), যার স্বীকৃতিও মিলেছে রাজ্যজুড়ে। কয়েক মাস আগেই ‘সমগ্র শিক্ষা মিশন’-এর প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করেছে। আর সেই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস পাচ্ছেন জাতীয় শিক্ষক পুরস্কার’।