শ্বশুর বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। আর এই ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ালো হরিনঘাটা থানার মোল্লা বেড়িয়া এলাকায়। সূত্রের খবর, হরিনঘাটা ব্লকের মোল্লা বেড়িয়া এলাকার দাস পাড়ার বাসিন্দা এক মহিলার সাথে বিবাহ হয় হাওড়া দাস পাড়া এলাকার বাসিন্দা এক বেক্তির। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই সাংসারিক অশান্তির কারণে স্ত্রী মোল্লা বেড়িয়া এলাকায় থাকতেন। ওই ব্যক্তি রবিবার তার শ্বশুর বাড়িতে আসেন। আর সোমবার শ্বশুর বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।