কালিগঞ্জের পলাশী বেতাই রাজ্য সড়কে রাস্তার উপরে দাউদাউ করে চলছে মোটরবাইক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় পলাশী বেতাই রাজ্য সড়কে বাগানবাড়ির কাছে একজন যুবক রাস্তার উপরে পেট্রোল ঢেলে একটি মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়, আকস্মিক এই ঘটনায় হতবাক হয়ে যায় উপস্থিত জনতা। দুর্ঘটনার ভয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এই রাজ্য সড়ক। পরে স্থানীয় মানুষজন খবর দেয় পুলিশে, মীরা ফাঁড়ির পুলিশ জিজ্ঞাসা বাদের জন্য নিয়ে যায় যুবককে বলে জানা যায়।