পূর্ব রেল যাত্রীদের জন্য সুখবর সকাল ৯টা ৪৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন, দুপুর ১২টা ৭ মিনিটে পৌঁছবে কৃষ্ণনগরে।আবার দুপুর ১টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে রওনা দিয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে পৌঁছবে শিয়ালদহে।শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, আরামদায়ক আসন আর আধুনিক পরিবেশে এই ভ্রমণ হবে অনেক বেশি স্বস্তিদায়ক। অফিসগামী ও শিক্ষার্থীদের জন্য এটি এক বড় সুবিধা। পূর্ব রেল জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও সাড়া অনুযায়ী ভবিষ্যতে আরও এসি লোকাল চালুর পরিকল্পনাও রয়েছে।