শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তির দেহের রবিবার ময়নাতদন্ত সম্পন্ন হলো রানাঘাট পুলিশ মর্গে। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় তারই ঘরের পাশে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। পরে পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। মৃতের পরিবার সূত্রে খবর, মানসিক ভাবে অসুস্থ ছিলেন ওই ব্যক্তি।