দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের বেনুবন থেকে নামখানা নামখানা থেকে বেনুবন প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ একটি লঞ্চ পরিষেবার সার্ভিস দেওয়ার নির্দেশিকা জারি করল লঞ্চ কর্তৃপক্ষ যা সাগরের বেণুবন থেকে নামখানার জন্য তিনটে ত্রিশ এবং নামখানা থেকে বেনুবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দুটো ত্রিশ নাগাদ একটি লঞ্চ আজকের জন্য পরিষেবা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে, প্রাকৃতিক দুর্যোগের কারণে।।