হরিশ্চন্দ্রপুর থানার উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়া পাড়া এই দুই গ্রামের মাঝে মরা মহানন্দা নদীর উপর এখনো দাঁড়িয়ে রয়েছে বাসের সাঁকো। যোগাযোগের একমাত্র মাধ্যম এই সাঁকো। বারংবার জনপ্রতিনিধিদের জানিও কোন লাভ হয়নি।আশ্বাস মিললেও কোন কাজ হয়নি বলে অভিযোগ। চরম সমস্যায় দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে বিশেষ করে ছোট শিশুরা। যোগাযোগ ব্যবস্থা সঠিক না থাকায় দমকল হোক বা অ্যাম্বুলেন্স কিছুই গ্রামে ঢুকতে পারে না। গ্রামবাসী চাইছে সেতু।