Magrahat 2, South Twenty Four Parganas | Sep 12, 2025
জায়গা জমি সংক্রান্ত বিবাদ কে কেন্দ্র করে প্রতিবেশী ব্যক্তিদের সঙ্গে গন্ডগোলের জেরে আক্রান্ত হয় ১ গৃহবধূ আক্রান্ত গৃহবধূকে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার অন্তর্গত হলুদ বেরিয়া গ্রামে। আক্রান্ত ওই গৃহবধূ চিকিৎসাধীন মগরাহাট গ্রামীণ হাসপাতালে।