পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকে তৃণমূলকংগ্রেস পরিচালিত কেন্দ্যামারী গ্রাম পঞ্চায়েতে ২০২৩শের পঞ্চায়েত নির্বাচনে BJP সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও নির্দল প্রতিককে সমর্থন করে মোট২২টির মধ্যে ৯টি আসনে জয় লাভ করে।২০২৪শের লোকসভা নির্বাচনে তৃণমূলকংগ্রেস লিড পায়। কিন্তু শ্যামাসুন্দরীচক সমবায়ে প্রার্থী দিতে পারলো না তৃণমূল।এই নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন চলছে। যদিও BJPর মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ার বক্তব্য তৃণমূলের পায়ের তলা র মাটি সরে গেছে তাই প্রা