*প্রদেশ বিজেপির ডক্টর সেলের উদ্যোগে খোয়াইতে মেগা স্বাস্থ্য শিবির* রোগীদের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করছে প্রদেশ বিজেপি ডক্টর সেল। রবিবার সকাল ১০টায় খোয়াই পুর পরিষদ এলাকার ১ নম্বর ওয়ার্ড পূর্ণিমা হাই স্কুল প্রাঙ্গণে ত্রিপুরা প্রদেশ বিজেপি ডক্টর সেলের উদ্যোগে এক মেগা স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়।