পুরুলিয়ার পাড়া বিধানসভার বিভিন্ন এলাকার পাশাপাশি সোমবার বিকেলে পাড়া মন্ডল ২বিজেপির পক্ষ থেকে রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালগোড়া,বড়াগড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল বিজেপির বিশেষ কর্মসূচি E বিস্তারক।এদিনের ঐ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সদ্য মনোনীত পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী সহ অন্যান্যরা।