কালিয়াচক জুড়ে শক্তি বাড়াচ্ছে আসাদউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মিম। এদিন মঙ্গলবার বিকেলে প্রায় ২০০ জন তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে মিমে যোগদান করল কালিয়াচকের জালুয়াবাধালে। ফলত ভাটা পড়ছে তৃণমূলের ভোট ব্যাঙ্কে। কালিয়াচক এক অল ইন্ডিয়া মিমের সভাপতি দাবি, মিমে যোগদানের জন্য আমাদের সাথে যোগাযোগ করছে বিভিন্ন দলের ব্লক স্তরের নেতারাও।