মেদিনীপুর শহরের আট নম্বর ওয়ার্ডে কয়েকদিনের টানা বর্ষণে ভিজে থাকা একটি মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। শুক্রবার রাতের এই ঘটনায় ভেতরে থাকা দুই মহিলা চাপা পড়ে গিয়েছিলেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।