সুদূর বিহার থেকে একদল মেষ (ভেড়া) চরাতে এসে নদীর জলে চলিয়ে মৃত্যু হল এক মেষপালকের । ঘটনাটি ঘটেছে নিতুরিয়া থানার ঢাঙ্গাজোড় এলাকায় । মৃতের বাড়ি বিহারের গয়া জেলায় । আজকে দেহটির পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করানো হয় । তবে পরিবারের লোকজন এসে না পৌঁছানায় দেহটি মর্গেই রেখে দেওয়া হয়। গতকাল ওই ব্যক্তি স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান । তল্লাশি চালিয়ে আজ সকালে মৃতদেহটি উদ্ধার হয় ।