বেহাল রাস্তার দরুন শামুকতলা থানা রোডে টোটো থেকে পড়ে গিয়ে আহত হয়েছে এক স্কুলের খুদে ছাত্র এমনটাই জানা গেছে শামুকতলা থানার পুলিশের কাছ থেকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।বুধবার বেলা একটা নাগাদ শামুকতলা থানা রোডের একটি বেসরকারি স্কুলের ছাত্রকে টোটোতে করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ওই স্কুল ছাত্রটি টোটো থেকে পড়ে যায় রাস্তা ভাঙ্গার দরুন।গত কয়েকদিন আগেই শামুকতলা ট্যাক্সি স্ট্যান্ড থেকে জয়ন্তী ব্রীজ পর্যন্ত ভাঙ্গা রাস্তার সংস্কার হয়েছে নাম কে ওয়াস্তে।