১১৬ বি নন্দকুমার দীঘা জাতীয় সড়কের চন্ডিপুরে বৃন্দাবনপুর বাস স্টপেজ এলাকায় বাসের সঙ্গে বাইকে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক মৃত যুবকের নাম বিশ্বজিৎ বেড়া বয়স আনুমানিক 25 বছর বাড়ি চন্ডিপুরে রায়পুর গ্রামে |জানা গেছে দিঘার আমি এক যাত্রী পৌঁছায় বাঁশ হঠাতে বাইকের সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হয়ে বাইক আরোহী বাইক নিয়ে চলন্ত বাসের তলায় ঢুকে পড়ে ঘটনাস্থলে বাইকারের মৃত্যু হয় চন্ডিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গ্রামীণ হসপিটাল এ পাঠিয়েছে। |