গঙ্গার তীব্র ভাঙ্গনে পশ্চিম রতনপুর এর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক জায়গায় বাঁধে ভাঙ্গন ধরেছে ধসে গেছে বাঁধের মাটি। তবে বাঁধের উপরেই যে সমস্ত পরিবার বাড়িঘর হারিয়ে ফেলেছে তারা বসবাস করছে।আতঙ্ক আশঙ্কা রয়েছে যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। প্রশাসনের তরফে এই ভেঙে যাওয়া বাঁধের অংশগুলিতে বালি ও মাটি ভর্তি বস্তা ফেলে ভাঙন আটকানোর কাজ চালানো হয়েছে। তবে জলস্তর বাড়লে যে গোটা এলাকার মানুষের বড় বিপদ আসবে সেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।