বিশ্ব হিন্দু পরিষদের ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কদমতলা প্রখণ্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কদমতলা সার্বজনীন কালীবাড়িতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রান্তের পূর্ণকালীন সংগঠন মন্ত্রী শ্রী শশীকান্ত জী, উপস্থিত ছিলেন উঃ ত্রিপুরা জেলা সমিতির সভাপতি শ্রী বিনোদ রঞ্জন নাথ মহাশয়, ধর্ম প্রচারক শ্রী বিমান আর্য সহ এলাকার সনাতনী অন্যান্যরা।