২২ সেপ্টেম্বর নব রাত্রি শুরুর দিন প্রধানমন্ত্রী রাজ্যে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। একই সাথে নব রূপে সজ্জিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করেছেন। একই দিনে নয়া জিএসটি স্লেপ লাগু করেন। তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি।