পলাশীপাড়া বিধানসভার গোপীনাথপুর পঞ্চায়েতের দফাদার পাড়ায় জলঙ্গি নদীর পাড় ভাঙ্গায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এই এলাকায় প্রায় ১২০০ মিটার জলঙ্গী নদীর পাড় ভাঙ্গায় উৎকণ্ঠে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। রবিবার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন পলাশী পাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তেহট্ট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল এবং অন্যান্য দলীয় নেতৃত্বরা। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানান বিধায়ক।