গঙ্গার তীব্র তান্ডব লীলায় বিপর্যস্ত পরিস্থিতি হয়েছে মুলিরামটোলা গ্রামের। গঙ্গা তীব্র ভাঙ্গন চালানোর সাথে গ্রামের দিকে অনেকটা অংশ ঢুকে পড়েছে। একাধিক বাড়ি জমি ভিটে সবকিছুই মুহূর্তের মধ্যে গঙ্গা গিলে খেয়েছে। যত দ্রুত গঙ্গাধে গেছে গ্রাম জুড়ে সেই অবস্থায় গ্রামের বাসিন্দারা নিজেদের বাড়িঘর আসবাবপত্র যতোটুকু বাঁচিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাতে লেগে পড়ে রয়েছে। এতটাই তান্ডব লীলা যে গ্রামের অধিকাংশটাই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ।