ভারত ভুক্তি দিবস পালিত হলো দিনহাটার প্রান্তিক বাজার এলাকায়। শুক্রবার সকাল 11 টা নাগাদ দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বংশী বদন বর্মন গোষ্ঠীর তরফে আয়োজিত হয় ওই অনুষ্ঠান। ১৯৪৯ সালের ১২ই সেপ্টেম্বর ভারত সরকারের অনুরোধে কোচবিহারের মহারাজার সাথে তিন দফায় চুক্তির ফলে কোচবিহার গ শ্রেণীর রাজ্য হিসেবে ভারতের সাথে যুক্ত হয়। আর সেই দিনটিকে সামনে রেখেই ভা