মহারাষ্ট্রের পিপলগাঁওয়ে ইলেকট্রিক টাওয়ারে কাজ করার সময় পড়ে মৃত্যু হয় বীরভূমের রাজনগরের পদমপুর গ্রামের ২০ বছরের পরিযায়ী শ্রমিক বারু পাহাড়িয়ার। তিন মাস আগে জীবিকার সন্ধানে সেখানে গিয়ে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ পান তিনি। বুধবারের দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।