খানাকুলের তাঁতিশাল পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথমবার শারদ সম্মান প্রদান।জানা গেছে,তাঁতিশাল পঞ্চায়েত এলাকার 14টি পুজো কমিটির সদস্যদের এদিন পঞ্চায়েতে আহ্বান জানান হয়।তাঁদের মধ্যে সেরার সেরা পুজো কমিটি গুলিকে সম্মান জানান হয়।বাদ যায়নি কোনো পুজো কমিটি।তাঁদের উৎসাহিত করলে আগামী বছর তারা আরো সুন্দর করে পুজো করবে এমনটাই মনে করছেন প্রধান শেখ লালবাবু।পঞ্চায়েতের পক্ষ থেকে এই প্রথমবার এলাকার পুজো কমিটি গুলিকে শারদ সম্মান জানান হয়েছে।যা রীতিমত সারা ফেলে দিয়েছে।