আগামী ৪টা সেপ্টেম্বর কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস রায়ডাক ঘাটে করমপুজোর বিসর্জন অনুষ্ঠান হবে। এই উপলক্ষে মঙ্গলবার খুঁটিপুজো করা হল। নিউল্যান্ডস রায়ডাক ঘাট করমপুজো বিসর্জন কমিটির পক্ষ থেকে ওই অনুষ্ঠান করা হবে। এদিন খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ অন্যরা। প্রতি বছরের মতো এবছরও নিউল্যান্ডস রায়ডাক ঘাট করমপুজো বিসর্জন কমিটির উদ্যোগে করমপুজোর বিসর্জন অনুষ্ঠান মহাসমারোহে করা হবে।