হুগলির শেওড়াফুলি পোটোপুকুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় ৭২ তম বর্ষে তাদের ভাবনা "বাংলার দুর্গাপূজা রাজস্থানী শিল্পকলা।" বুধবার রাত বারোটার পরেও প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায়। লাইনে দাঁড়িয়ে এই অভিনব থিম দেখতে ভিড় জমান বহু মানুষ। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।