বারংবার বিপদের মুখে পড়ছে ভূতনি। তৃতীয়বারের জন্য বন্যা প্লাবিত হয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হল ভূতনি জুড়ে। দক্ষিণ চন্ডিপুরের কাটা বাঁধের অংশ দিয়ে আবারো জল ঢুকতে শুরু করেছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়। গঙ্গা নদীর জলস্তর কিছুটা বৃদ্ধি পেতেই তীব্র ভাবে জল ঢুকতে শুরু করেছে।অনবরত জল ঢুকতে থাকলে গোটা ভূতনি আবারও প্লাবিত হবে এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও জল ঢোকা আটকাতে প্রশাসনের তরফে বস্তা দিয়ে কাজ চালানো হচ্ছে।তবে পুনরায় বিপদ ঘনিয়ে আসছে আশংকা করা হচ্ছে।