ইলেকট্রিক পোলে আগুন লেগে আতঙ্ক ছড়ালো দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট বাজারে। শনিবার রাত ৯ টা নাগাদ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়দের মধ্য থেকেই তৎক্ষণাৎ সাহেবগঞ্জ বিদ্যুৎ বণ্টন দপ্তর এবং দমকল কেন্দ্রকে বিষয়টি জানানো হয়। এরপর বিদ্যুৎ বণ্টন দপ্তর থেকে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়,পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দোকানের চালে উঠে আগুন নিয়ন্ত্রণ করে। এছাড়াও ঘটনাস্থলে আসে চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা।