কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়ানোর ঘটনায় এক ছাত্রনেতাকে গ্রেপ্তার করলেও অধরা বাকিরা। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় মূল দোষীকে আড়াল করার চেষ্টা করছে। পাশাপাশি নজর ঘোরাতে তড়িঘড়ি করে ছাত্র নেতাকে বহিষ্কার করলো। কলেজ ইউনিট ভাঙলো। সবটাই আইওয়াশ। মালদার চাচোল থেকে এমনটাই জানালেন মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিং হানিয়া।