মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর পেট্রোল পাম্প এলাকায় একটি টায়ারের দোকান থেকে লোহার সামগ্রী চুরি। স্থানীয়দের হাতেনাতে ধরা পড়লো চোর। শনিবার দুপুরে জানা গিয়েছে, এদিন নগর পেট্রোল পাম্প এলাকায় একটি টায়ারের দোকান থেকে লোহার সামগ্রী চুরি হয়। যদিও ওই চোর পালাতে গিয়ে স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।