গরু চোরকে সঙ্গে নিয়ে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ পদমতির চরে আসলেন মেখলিগঞ্জ থানার পুলিশ। শনিবার দুপুর নাগাদ মেখলিগঞ্জ থানার একটি টিম এক গরু পাচারকারি আসামীকে নিয়ে পদমতি তিস্তা চড়ে আসেন । জানা গেছে, ক্রাইম ডিসট্রাকশনের উদ্দেশ্যে মেখলিগঞ্জ থানার সাতটি পুলিশ কনভয় ময়নাগুড়ি ব্লকের পদমতি তিস্তা নদী সংলগ্ন এলাকায় আসেন।পাচার কিভাবে হয় তা বোঝার জন্য ই আজকের এই বিশেষ অভিযান বলে শনিবার সন্ধ্যা সাতটা এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।