লাগাতার চলতে থাকা নদী ভাঙ্গন আর তার জেরে মুলিরামতোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এবারে তীব্র আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হলো।চোখের নেমে সেই তলিয়ে যাচ্ছে নদী পার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানুষের বাস্ত ভিটা জমি বাড়ি সর্বত্রই। অসহায় হয়ে বহু পরিবার একের পর এক বাড়িঘর ভেঙে অন্যত্র সরে গেছে আবার বহু পরিবার নিজেদের বাড়িঘর সবকিছুই হারিয়ে ফেলেছে।গঙ্গা অনেকটাই গ্রামের ভেতরের দিকে ঢুকে পড়ায় তীব্র ভাঙ্গন চালাচ্ছে গোটা গ্রাম জুড়ে। নদী পাড়ে দাঁড়িয়েই অসহায় বাসিন্দারা।