গৃহবধূর পরিবারের তরফে করা অভিযোগকের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম-শর্মিলা নাথ(২৪)। পুলিশ ও মৃতার পরিবার সূত্রে।জানা গেছে,তিন বছর আগে দুর্গাপুরের "এ" জোনের বাসিন্দা শর্মিলা নাথে বিয়ে হয় আউশগ্রামের ছোড়া এলাকার বাসিন্দা সুশান্ত ঢালির সাথে।অভিযোগ, বিয়ের পর থেকেই পনের দাবীতে শর্মিলার উপর অত্যাচার করছিলেন স্বামী ও শ্বশুড়বাড়ির লোকেরা।রবিবার সেই অত্যাচারের সীমা চরমে ওঠে