ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কালরুই গ্রামে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগে বৃহস্পতিবার সাঁকরাইল থানার পুলিশ গ্রেফতার করে সুরেশ দাস নামে এক ব্যক্তিকে। সেই দিনই সাঁকরাইল ব্লকের কালরুই, পার্বতীপুর ও দহবাড় গ্রাম এলাকায় চোলাই মদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৬০০ লিটার ফারমেন্টেড ওয়াশ এবং ১০ লিটার প্রস্তুত চোলাই মদ উদ্ধার করে নষ্ট করা হয়।গ্রেফতার হওয়া সুরেশ দাসকে শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ।