পুরুলিয়া জেলার বাগদা অঞ্চলের ১১৪,১১৫ নম্বর বুথকে একত্রিত করে আয়োজিত মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকে "আমাদের পাড়া, আমাদের সমাধান" শিবির পরিদর্শনে পৌঁছালেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু।বৃহস্পতিবার বেলা ২ টা নাগাদ পৌঁছান মন্ত্রী। সাথে ছিলেন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন সহিস,পুঞ্চা ব্লকের বিডিও দ্বীপ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।