অরনোদয় ৩.০-র সুবিধা থেকে উপযুক্ত হতাধিকারীরা বঞ্চিত হচ্ছেন—এ অভিযোগ তুলে আজ শুক্রবার বাউয়ার ঘাট এলাকায় ক্ষোভ প্রকাশ করলেন রাইজার দলের কেন্দ্রীয় কার্যকর্তা ও বিশিষ্ট সমাজকর্মী জহির উদ্দিন লস্কর।তিনি বলেন, “অনেক প্রকৃত হতাধিকারীর নাম তালিকাভুক্ত না হওয়ায় তারা সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। বিভাগীয় তদন্ত দাবি করে বঞ্চিতদের নাম অন্তর্ভুক্ত করতে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেন তিনি।