This browser does not support the video element.
চাঁচল ১: মালতীপুর বিধায়কের উদ্বোধনে ঝার্ণি সঙ্গীতের মহোৎসব
Chanchal 1, Maldah | Sep 12, 2025
এক নৈশ প্রতিযোগিতা মূলক ঝার্ণি অনুষ্ঠান শেষ হয়ে গেল শুক্রবার। চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুরে ঝার্ণি অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেখানকার যুব ঐক্যের উদ্যোগে এবারই প্রথম ঝার্ণি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ ফিতে কেটে অনুষ্ঠানের উদ্ধোদন করেন স্থানীয় মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।তিনি দীর্ঘক্ষণ ঝার্ণি সঙ্গীতও শ্রবণ করেন।যুবকদের উদ্যোগকে তিনি প্রশংসা জানান।আগামীতে আরও বড় অনুষ্ঠানের জন্য তাদের পাশে থাকার বার্তা দেন। এদিন ঝার্ণ