পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে জুখিয়া এলাকায় গত সোমবার সহদেব শী নামে এক বাসিন্দার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে |সহদেব তার স্ত্রী কে নিয়ে আত্মীয় বাড়িতে গিয়েছিল সুযোগ বুঝে বাড়ির তালা ভেঙে সোনার গহনা নগদ টাকা এবং একটি বাইক নিয়ে লুটপাট করে সম্প্রদায় ডাকার দল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত নেমে চারজনকে গ্রেফতার করে তারা হলেন সমীরণ মিথ্যা অরিন্দম শাসমল ও সম্ভু মিদ্দা |আজ তাদের কাঁথি আদালতে পেশ করেছে পুলিশ