সপ্তমীর দুপুরে তপন ব্লকের এনায়েতপুর গ্রামে দেখা গেল এক অনন্য মানবিক দৃশ্য। তপন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী (তপন বিধানসভা) সুমিত্রা ভক্ত সোমবার দুপুর ৩ টে নাগাদ গ্রামে পৌঁছে বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। শাড়ি, ধুতি ও জামা পেয়ে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে ওঠে গ্রামবাসীর। শারদীয়ার আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান সুমিত্রা ভক্ত। তিনি বলেন, “পুজোর খুশি সবাই মিলে ভাগ করে নিলে উৎসবের আসল আনন্দ পাওয়া