বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খাঁপুর প্রাথমিক বিদ্যালয়, শুশুনা তারামা যোগেন্দ্র তারাপীঠ,এবং হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে, "আমাদের পাড়া, আমাদের সমাধান" ও "দুয়ারের সরকার"শুরু হলো সকাল ১০ টা নাগাদ। এখানে উপস্থিত ছিলেন, মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারী সঞ্জয় দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন অধিকারী, সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন।