সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ বর্ধমানের বিরহাটা এলাকায় BJP জেলা মুখপাত্রা ডা. শান্তরুপ দে একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন,মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আসার জন্য কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা হলে জেলা BJP-র পক্ষ থেকে তাঁরা জেলাশাসকের অফিস ঘেরাও করবেন ও খোদ জেলাশাসকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করবেন। তিনি বলেন, প্রশাসন বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা না করে এভাবে শহরের লাইফ লাইনকে স্তব্ধ করতে পারেন না।GTরোডে সকাল ৯টা থেকে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।