স্কুলে পর্যাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী। তবু এসএসসির জন্য বাইরে থেকে ইনভিজিলেটর আনার অভিযোগ উঠল মেদিনীপুর শহরের কেরানিটোলার শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তথা ভেন্যু ইনচার্জের বিরুদ্ধে। অভিযোগ, বিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষককে পরীক্ষা পরিচালনার দায়িত্ব থেকে দূরে সরিয়ে রেখে, স্থানীয় স্কুল থেকে শিক্ষকদের এনে ইনভিজিলেটরের দায়িত্ব দিয়েছেন প্রধান শিক্ষক সুমিতকুমার ঘোষ। এই নিয়ে ক্ষোভ শিক্ষক, শিক্ষাকর্মীদের একাংশের।