জনবহুল এলাকায় ATM'এ দুষ্কৃতী তাণ্ডব।ভেঙে ফেলা হয়েছে গেট,ভাঙচুর চালানো হয়েছে মেশিনে।ঘটনায় বুধবার চাঞ্চল্য ছাড়িয়ে পরে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায়।জানা যায়,মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটাই।পুজোর মরসুমে থানা থেকে কিছুটা দূরেই এই ঘটনা ঘটাই অনেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।যদিও সকালে এই ঘটনা সামনে আসতেই পুলিশ সেখানে পৌঁছায়।এলাকায় লাগানো CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ATM থেকে টাকা চুরি গেছে কিনা তাও দেখা হচ্ছে বলে খবর।