সরকারি পুষ্করনী দখলমুক্তির দাবিতে সোচ্চার স্থানীয় জনসাধারণ। কাটলীছড়া বাগানে অবস্থিত সরকারি পুষ্করনীর চারপাশ দখলমুক্ত করার দাবিতে সোমবার ঐক্যবদ্ধ হলেন স্থানীয় পুরুষ ও মহিলারা। দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা এই সরকারি পুষ্করনীর চারপাশ ধীরে ধীরে দখল করে নিয়েছেন একাংশরা। কিন্তু স্থানীয় প্রায় ১৫০টি পরিবার সম্পূর্ণভাবে এই পুকুরের জলের উপর নির্ভরশীল। এ নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়।