৩১ নম্বর জাতীয় সড়কের পুটিমারি এলাকায় দুর্ঘটনার পর মানবিকতার পরিচয় দিল শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। ১০ চাকা গাড়ির ধাক্কায় রাস্তার পাশে পড়ে মৃত্যু হয় একটি মহাকাল ষাঁড় গরুর। সোমবার রাত সাড়ে নটা নাগাদ গরুটিকে জাতীয় সড়ক এর পাশে গর্ত করে পুতে দিল পুলিশ জেসিবি দিয়ে। পুলিশের মানবিকতার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।