দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র কয়েকদিন। জোর কদমে চলছে প্রস্তুতি। এবছর কৃষ্ণনগর ভাতজাংলা পালপাড়া দাসপাড়া বারোয়ারি মহিলা বৃন্দ পরিচালিত পুজো চতুর্থ বর্ষে পদার্পণ। পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছে নেপালের জনকপুরের জানোকি মন্দিরের আদলে। এবছরের পূজোর বাজেট ৪৫ লক্ষ টাকা। ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি নির্দেশ মেনে ও বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক বার্তা তুলে ধরার মধ্য দিয়ে হয় এই পুজো।